দৈনিক খুলনা
The news is by your side.

কাল থেকে বন্ধ হবে অতিরিক্ত সিম

68

বাংলাদেশে কোনো এনআইডি কার্ডে ১০টির বেশি মোবাইল সিম থাকলে, বৃহস্পতিবার (৩০ অক্টোবর) থেকে সেই অতিরিক্ত সিমগুলো স্বয়ংক্রিয়ভাবে বন্ধ করা হবে।

বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) সম্প্রতি একটি জরুরি বার্তায় এই তথ্য জানিয়েছে। এর মানে, এক ব্যক্তির নামে ১০টির বেশি সিম থাকলে সেগুলো সংশ্লিষ্ট অপারেটরের মাধ্যমে ডি-রেজিস্টার করার নির্দেশ দেওয়া হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, গ্রাহকরা নিজের এনআইডিতে সর্বাধিক ১০টি সিম রাখতে পারবেন। অতিরিক্ত সিমগুলো নির্ধারিত সময়ের মধ্যে সংশ্লিষ্ট মোবাইল অপারেটরের কাস্টমার কেয়ারের মাধ্যমে ডি-রেজিস্টার বা মালিকানা পরিবর্তন করা সম্ভব। সময়সীমা শেষ হলে কমিশন দৈবচয়নের ভিত্তিতে অতিরিক্ত সিমগুলো স্বয়ংক্রিয়ভাবে বাতিল করবে।

ব্যবহারকারীরা নিজের এনআইডির বিপরীতে কতগুলো সিম নিবন্ধিত আছে তা যাচাই করতে *১৬০০১# ডায়াল করে এবং এনআইডির শেষ ৪ ডিজিট পাঠিয়ে তথ্য জানতে পারবেন।

যদি গ্রাহক নিজেই অতিরিক্ত সিম ডি-রেজিস্টার করতে ব্যর্থ হন, তাহলে বিটিআরসি দৈবচয়নের মাধ্যমে সেই সিমগুলো স্বয়ংক্রিয়ভাবে বাতিল করবে বলে সতর্ক করেছে।

Leave A Reply

Your email address will not be published.