দৈনিক খুলনা
The news is by your side.

কাল জাপান সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা

88

চার দিনের রাষ্ট্রীয় সফরে জাপান যাচ্ছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। আগামী ২৭ মে রাতে তিনি টোকিওর উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করবেন। সফর চলবে ২৮ থেকে ৩১ মে পর্যন্ত।

টোকিওতে অনুষ্ঠিতব্য ‘নিক্কেই ফোরাম ২০২৪’-এ ২৯ ও ৩০ মে অংশ নেবেন তিনি। সফরে ঢাকা-টোকিও দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার করতে ৭টি সমঝোতা স্মারকে সই হওয়ার কথা রয়েছে। পাশাপাশি, জাপানের কাছে ১ বিলিয়ন মার্কিন ডলারের স্বল্প সুদে ঋণ সহায়তার প্রস্তাবও দেবেন ড. ইউনূস। সোমবার (২৬ মে) পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান ভারপ্রাপ্ত পররাষ্ট্রসচিব রুহুল আলম সিদ্দিকী। তিনি বলেন, এই ঋণ দেশের অর্থনীতিকে বড় রকমের সহায়তা দেবে।

জানা গেছে, সফরে জাপানের সোকা বিশ্ববিদ্যালয় ড. ইউনূসকে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি প্রদান করবে। এছাড়া এয়ারক্রাফট সংকটে বন্ধ থাকা ঢাকা-টোকিও সরাসরি ফ্লাইট পুনরায় চালুর বিষয়েও আলোচনা হবে।

প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব নেওয়ার পর এটি ড. ইউনূসের সপ্তম আন্তর্জাতিক সফর। এর আগে তিনি জাতিসংঘের সাধারণ অধিবেশন, কপ-২৯ সম্মেলন, ডি-৮, দাভোসের বিশ্ব অর্থনৈতিক ফোরাম, চীন, থাইল্যান্ড, কাতার এবং ভ্যাটিকান সফর করেছেন।

বিশ্লেষকদের মতে, ড. ইউনূসের এই সফর শুধু অর্থনৈতিক নয়, কূটনৈতিক সম্পর্কেও বড় অগ্রগতি আনতে পারে। জাপান দীর্ঘদিন ধরেই বাংলাদেশের গুরুত্বপূর্ণ উন্নয়ন অংশীদার। এই সফর সেই সম্পর্ককে আরও গভীর করবে বলে আশা করা হচ্ছে।

 

Leave A Reply

Your email address will not be published.