দৈনিক খুলনা
The news is by your side.

কয়রা উপজেলা প্রেসক্লাবের সাধারণ সভায় সদস্য পদে অন্তভূক্ত হলেন ৮ তরুন সাংবাদিক

108

কয়রা উপজেলা প্রেসক্লাবের এক সাধারণ সভা শনিবার (১৫ মার্চ) সকাল ১১ টায় প্রেসক্লাবের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়।

সংগঠনের সভাপতি মোঃ শরিফুল আলমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ রিয়াছাদ আলীর পরিচালনায় এ উপলক্ষে আলোচনা সভায় বক্তব্য রাখেন প্রেসক্লাবের সহ-সভাপতি এস,এম এ রউফ, শেখ কওছার আলম, যুগ্ম সম্পাদক মোঃ গোলাম রব্বানী, সাংগঠনিক সম্পাদক মোঃ সাইদুল ইসলাম, দপ্তর সম্পাদক অরবিন্দ কুমার মন্ডল, কোষাধ্যক্ষ মোঃ ফরহাদ হোসেন, প্রচার সম্পাদক মোঃ হাবিবুল্যাহ হাবিব, ত্রান বিষয়ক সম্পাদক শেখ জাহাঙ্গীর কবির টুলু, নির্বাহী সদস্য মোঃ হুমায়ুন কবির, শেখ মনিরুজ্জামান মনু, গ্রীরেন্দ্রনাথ মন্ডল, সিনিয়র সাংবাদিক মোস্তফা শফিকুল ইসলাম, এস এম নুরুল আমিন নাহিন, মজিবার রহমান, আবুল বাশার, আজিজুল ইসলাম, মাসুদ রানা প্রমুখ।

আলোচনা শেষে আবেদনের প্রেক্ষিতে উপস্থিত সকল সদস্যদের মতামতের ভিত্তিতে ৮ জন তরুন সাংবাদিককে প্রাথমিক সদস্য পদ প্রদান করা হয়। তারা হলেন দৈনিক সংগ্রামের প্রতিনিধি শাহ আবু ওবায়দা, দৈনিক একুশে নিউজের প্রতিনিধি জিএম রবিউল ইসলাম, দৈনিক নিরপেক্ষের প্রতিনিধি মিজানুর রহমান লিটন, দৈনিক কল্যানের প্রতিনিধি হাফিজুর রহমান, দৈনিক আজকের প্রতিদিনের প্রতিনিধি জাহিদুল ইসলাম, দৈনিক সমাজের কথার প্রতিনিধি মোঃ ফারুক আজম, দৈনিক সোনালী কন্ঠের প্রতিনিধি মোঃ আরিফুর রহমান ও দৈনিক খুলনা প্রতিদিনের প্রতিনিধি মল্লিক আঃ রউফ।

Leave A Reply

Your email address will not be published.