দৈনিক খুলনা
The news is by your side.

কয়রায় ৫২ তম জাতীয় ফুটবলে কালনা আমিনিয়া কামিল মাদ্রাসা চ্যাম্পিয়ন

68

কয়রা (খুলনা) প্রতিনিধি: খুলনার কয়রায় ৫২তম জাতীয় স্কুল ও মাদ্রাসার গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতায় ফুটবলের ফাইনালে কালনা আমিনিয়া কামিল মাদ্রাসা ৭-০ গোলের বিশাল ব্যবধানে আমাদী তকিম উদ্দিন মাধ্যমিক বিদ্যালয়কে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে।

রোববার (২১ সেপ্টেম্বর) বিকেলে মদিনাবাদ মডেল সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে অনুষ্ঠিত ফাইনাল খেলায় কালনা আমিনিয়া কামিল মাদ্রাসার অপ্রতিরোধ্য পারফরম্যান্স দর্শকদের মুগ্ধ করে। খেলার শুরু থেকেই তারা প্রতিপক্ষকে চাপে রাখে এবং একের পর এক সাতটি গোল করে নিজেদের শ্রেষ্ঠত্ব প্রমাণ করে।

উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ আবুল কালাম আজাদের সভাপতিত্বে অনুষ্ঠিত এই ফাইনাল খেলার উদ্বোধন করেন উপজেলা জামায়াতের আমির মাওলানা মিজানুর রহমান। এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমি সুপারভাইজার মোঃ মোহসিন আলী, মদিনাবাদ মডেল সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ ইসমাইল হোসেন, কালনা মহিলা আলিম মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা শাহাবাজ হোসেনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও বিভিন্ন স্কুলের শিক্ষকবৃন্দ।

খেলোয়াড়দের অসাধারণ নৈপুণ্য এবং প্রাণবন্ত ক্রীড়া পরিবেশ উপভোগ করতে শত শত দর্শক মাঠে উপস্থিত ছিলেন। খেলাটি পরিচালনা করেন শিক্ষক মোঃ শফিকুল ইসলাম, দিপক কুমার মিস্ত্রী এবং বিএম আব্দুল রাজ্জাক।

টুর্নামেন্ট জুড়ে কালনা আমিনিয়া কামিল মাদ্রাসার ধারাবাহিক পারফরম্যান্স ছিল চোখে পড়ার মতো। ফাইনালে তাদের দাপুটে জয় স্থানীয় ক্রীড়াঙ্গনে নতুন এক মাত্রা যোগ করেছে।

Leave A Reply

Your email address will not be published.