কয়রায় বিশ্ব পরিবেশ দিবস পালন উপলক্ষে র্যালী ও আলোচনা সভা
প্লাষ্টিক পলিথিন দূষন আর নয়,বন্ধ করার এখনই সময়, এই প্রতিপাদ্য বিষয় নিয়ে খুলনার কয়রা উপজেলা প্রশাসনের উদ্যোগে বিশ্ব পরিবেশ দিবস পালন উপলক্ষে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৫ জুন) সকাল ১০ টায় এ উপলক্ষে এক র্যালী শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার রুলী বিশ্বাসের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার সঞ্জয় কুমার সরকার, উপজেলা সিনিয়র মৎস্য অফিসার সমীর কুমার সরকার, প্রকল্প বাস্তবায়ন অফিসার মোঃ মামুনার রশিদ, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ আবুল কালাম আজাদ,কয়রা উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোঃ শরিফুল আলম, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের আহবায়ক বীর মুক্তিযোদ্ধা জিএম মাওলা বকস, শিক্ষক এস এম আঃ রউফ, সাংবাদিক মোঃ গোলাম রব্বানী, মিজানুর রহমান লিটন, এনজিও প্রতিনিধি তানিয়া আক্তার, পরিত্রানের আলাউদ্দিন, কোডেকের মোঃ ফারুক হোসেন, স্বেচ্ছাসেবক মোঃ আশিকুজ্জামান , নারী নেত্রী মুর্শিদা খাতুন, প্রমুখ।
সভায় বক্তারা বলেন, “পরিবেশ রক্ষায় সচেতনতা, প্লাস্টিক বর্জন, বৃক্ষরোপণ ও নবায়নযোগ্য শক্তির ব্যবহার বাড়াতে হবে। পরিবেশবান্ধব জীবনধারা গড়ে তুলতে হবে ব্যক্তি ও সামাজিকভাবে।”
আলোচনা শেষে বেসরকারি উন্নয়ন সংস্থা কমিউনিটি ডেভেলপমেন্ট সেন্টার (কোডেকের) উদ্যোগে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে গাছের চারা বিতরন করা হয়।