কয়রা(খুলনা)প্রতিনিধি:খুলনার কয়রা উপজেলায় পানি উন্নয়ন বোর্ড (পাউবো) এক বিশেষ অভিযানে বেড়িবাঁধে স্থাপিত অবৈধ পাইপ অপসারণ করা হয়েছে।
মঙ্গলবার (২৬ আগষ্ট ) দুপুরে উপজেলার ১৩-১৪/২ পোল্ডারের হোগলা থেকে দশহালিয়া এলাকা পর্যন্ত এ অভিযান পরিচালিত হয়।এসময় বেড়িবাঁধ থেকে ১২ টি অবৈধ পাইপ অপসরণ করা হয়।
অভিযান চলাকালে উপস্থিত ছিলেন পানি উন্নয়ন বোর্ডের উপ বিভাগীয় প্রকৌশলী মোঃ সুলতান মাহমুদ,
উপ সহকারী প্রকৌশলী মোঃ সুলাইমান হোসেন, প্রশাসনের প্রতিনিধি স্থানীয় জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
স্থানীয় সূত্রে জানা যায়,কিছু অসাধু ঘের ব্যবসায়ী বেড়িবাঁধ কেটে বা ফুটো করে পাইপ বসিয়ে অবৈধভাবে নদীর লবন পানি তুলে দীর্ঘদিন ধরে চিংড়ি ঘেরে প্রবাহিত করছিল, যা বেঁড়িবাঁধের স্থায়িত্ব ও জননিরাপত্তার জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছে।
পাউবোর উপ বিভাগীয় প্রকৌশলী মোঃ সুলতান মাহমুদ বলেন, বেঁড়িবাঁধ ছিদ্র করে পাইপের কারণে বাঁধ দুর্বল হয়ে পড়ছে এবং ভাঙনের ঝুঁকি বাড়ছে। অবৈধ সংযোগকারীদের তালিকা তৈরি করা হচ্ছে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।বাঁধের নিরাপত্তা রক্ষায় আরও কঠোর নজরদারি ও নিয়মিত অভিযান পরিচালনা করা হবে।