দৈনিক খুলনা
The news is by your side.

ঐতিহাসিক ৭ নভেম্বর: কয়রায় র‍্যালি ও আলোচনা সভায় সংহতি দিবস পালন

30

কয়রা (​খুলনা ) প্রতিনিধি:​জাতীয় জীবনের এক গুরুত্বপূর্ণ দিন ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবস যথাযোগ্য মর্যাদা ও ভিন্ন আমেজে পালন করেছে খুলনা জেলার কয়রা উপজেলা বিএনপি। শুক্রবার (৭ নভেম্বর) দিবসটি উপলক্ষে উপজেলা সদরে এক বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়।

​সকাল ১০টায় কয়রা উপজেলা সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে র‍্যালিটি। এসময় দলটির নেতা-কর্মীরা সংহতি দিবসের তাৎপর্য তুলে ধরে স্লোগান দেন। র‍্যালি শেষে কয়রা উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়, যেখানে বক্তারা সিপাহী-জনতার বিপ্লবের মাধ্যমে অর্জিত সংহতির গুরুত্ব তুলে ধরে।

​কয়রা উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহবায়ক বীর মুক্তিযোদ্ধা জিএম মাওলা বকসের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন খুলনা-৬ আসনের বিএনপির সংসদ সদস্য প্রার্থী ও খুলনা জেলা বিএনপির ভারপ্রাপ্ত সদস্য সচিব মনিরুল হাসান বাপ্পী। ​প্রধান অতিথি তাঁর বক্তব্যে ঐতিহাসিক ৭ নভেম্বরের পটভূমি ব্যাখ্যা করে বলেন, “১৯৭৫ সালের এই দিনে সিপাহী-জনতার সম্মিলিত উদ্যোগে বহুদলীয় গণতন্ত্রের পুনঃপ্রতিষ্ঠা এবং জাতীয় স্বাধীনতা-সার্বভৌমত্ব সুরক্ষার পথ উন্মোচিত হয়েছিল।

এই বিপ্লবের মূল চেতনা ছিল জাতিকে বিভক্ত করে দেওয়া সব অপচেষ্টা রুখে দিয়ে জনগণের ঐক্যের প্রতীক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে মুক্ত করা।”​তিনি আরও বলেন, “আজকে দেশের গণতন্ত্র ভুলুণ্ঠিত, জনগণের ভোটাধিকার হরণ করা হয়েছে। তাই ৭ নভেম্বরের চেতনায় উদ্বুদ্ধ হয়ে জনগণের সব মৌলিক অধিকার পুনরুদ্ধারে ঐক্যবদ্ধ আন্দোলন চালিয়ে যাওয়ার বিকল্প নেই। আগামী দিনে দল যাকে মনোনয়ন দেবে, সেই প্রার্থীর বিজয়ের জন্য সম্মিলিতভাবে কাজ করতে হবে।”

​আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন খুলনা জেলা বিএনপির সদস্য আশরাফুল আলম নান্নু ও আবু সাইদ বিশ্বাস। বক্তারা বাংলাদেশের রাজনীতিতে ৭ নভেম্বরের সুদূরপ্রসারী প্রভাব তুলে ধরে বলেন, এই দিনটি জাতীয় ঐক্য ও সংহতির প্রতীক। তারা দেশের চলমান রাজনৈতিক সংকটে দলের নেতা-কর্মীদের ইস্পাত কঠিন ঐক্য বজায় রাখার আহ্বান জানান।
​এছাড়া কয়রা উপজেলার বিএনপি নেতা সরদার মতিয়ার রহমান, জিএম রফিকুল ইসলাম, এফ এম মনিরুজ্জামান মনি, শেখ সিরাজুল ইসলাম, এ্যাডঃ মঞ্জুর আলম নান্নু, মাওলানা গোলাম মোস্তফা, মোস্তাফিজুর রহমান, শেখ মাসুদুর রহমান, নুর মোহাম্মদ জমিদার প্রমুখ বক্তব্য রাখেন।

​সভায় অঙ্গ ও সহযোগী সংগঠনের মধ্যে উপস্থিত ছিলেন কৃষক দলের আহবায়ক এস এম গোলাম রসুল, উপজেলা যুবদলের সদস্য সচিব মোতাসিম বিল্যাহ, যুবদল নেতা আহাদুর রহমান লিটন, শ্রমিক দল সভাপতি আকবর হোসেন, সদস্যসচিব আঃ রউফ, যুবদলের মোস্তাফিজুর রহমান খোকন, কামরুজ্জামান টুকু, ইব্রাহিম হোসেন, এ করিম, স্বেচ্ছাসেবক দল নেতা মফিজুর রহমান মুন্না ও নকিব, মহিলা দল নেত্রী দিলরুবা মিজান ও ফাতেমা খাতুন, ছাত্রদল নেতা আলমগীর হোসেন, মেহেদী হাসান সবুজ ও মামুনুর রহমান। তাঁদের উপস্থিতিতে সমাবেশটি পূর্ণতা পায় এবং সংহতি দিবসের বার্তা তৃণমূল পর্যন্ত পৌঁছে দেওয়ার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করা হয়।

Leave A Reply

Your email address will not be published.