অবহেলিত ও বঞ্চনার শিকার খুলনাকে একটি সমৃদ্ধ উন্নত জনপদ হিসাবে গড়ে তুলতে দলমত নির্বিশেষে এক সাথে কাজ করার অঙ্গীকার । বৃহত্তর খুলনা উন্নয়ন সংগ্রাম সমন্বয় কমিটি আয়োজিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনঃ খুলনাবাসীর প্রত্যাশা শীর্ষক নাগরিক সংলাপ অনুষ্ঠানে খুলনার বিভিন্ন আসনের প্রতিদ্বন্দ্বিতাকারী প্রার্থীগণ অবহেলিত ও বঞ্চনার শিকার খুলনাকে একটি সমৃদ্ধ উন্নত জনপদ হিসাবে গড়ে তুলতে দলমত নির্বিশেষে খুলনার সকল শ্রেনি-পেশার মানুষের প্রতি এক সাথে কাজ করার আহবান জানিয়েছেন। অদ্য ১৭ জানুয়ারি শনিবার সকালে খুলনা প্রেসক্লাবের হুমায়ুন কবীর বালু মিলনায়তনে আয়োজিত নাগরিক সংলাপ অনুষ্ঠানে সংসদ সদস্য প্রার্থীগণ এ আহবান জানিয়ে বলেন খুলনার অপার সম্ভাবনা রয়েছে কিন্তু দীর্ঘদিনেও সেই সম্ভাবনাকে কাজে লাগানো হয়নি। এক সময়ের শিল্প ও বন্দর নগরী হিসেবে খ্যাত খুলনা আজ শিল্পহীন নগরীতে পরিনত হয়েছে। এতে করে বেকার সংখ্যা বাড়ছে, কর্মসংস্থানের অভাবে এ অঞ্চলের মানুষ অন্যত্র চলে যাচ্ছে। খুলনা অঞ্চলকে একটি পরিবেশ বান্ধব ও সকলের জন্য বাসযোগ্য হিসেবে গড়ে তুলতে একসাথে কাজ করার জন্য প্রার্থীগণ অঙ্গীকার ব্যক্ত করেন। প্রার্থীগন বলেন আমরা সকলে যে যার অবস্থান থেকে খুলনার উন্নয়নের আন্দোলনে সবাই একসাথে কাজ করেত চাই। প্রার্থীগণ উন্নয়ন কমিটির সকল আন্দোলন কর্মসূচী সফলে সবরকম সহযোগিতা করার আশ্বাস প্রদান করেন। নাগরিক সংলাপ অনুষ্ঠানে সংসদ সদস্য প্রার্থীগণের মধ্যে উপস্থিত ছিলেন খুলনা ২ আসনের বিএনপি মনোনীত প্রার্থী নজরুল ইসলাম মঞ্জু, বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী এ্যাডভোকেট জাহাঙ্গীর হুসাইন হেলাল, খুলনা ১ আসনের বিএনপি মনোনীত প্রার্থী আমীর এজাজ খান, খুলনা ৩ আসনের বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী অধ্যাপক মাহফুজুর রহমান, বাসদ মনোনীত প্রার্থী জনার্দ্দন দত্ত নান্টু, স্বতন্ত্র প্রার্থী মুরাদ খান লিটন ও খুলনা ৬ আসনের ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত প্রার্থী হাফেজ আসাদুল্লাহ আল গালিব। বৃহত্তর খুলনা উন্নয়ন সংগ্রাম সমন্বয় কমিটির সভাপতি শেখ আশরাফ উজ জামান এর সভাপতিত্বে ও বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক আনোয়ারুল কাদির মিরুর সঞ্চালনায় অনুষ্ঠিত নাগরিক সংলাপে স্বাগত বক্তৃতা করেন উন্নয়ন কমিটির মহাসচিব এ্যাড. শেখ হাফিজুর রহমান হাফিজ। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন মাওলানা মুফতি এবাদুর রহমান, পবিত্র গীতা পাঠ করেন ভগবান চন্দ্র মন্ডল। উপস্থিত খুলনার বিশিষ্ট নাগরিক নেতৃবৃন্দ বলেন খুলনা দীর্ঘদিন ধরেই অবহেলা ও বঞ্চনার শিকার সরকারের পালাবদল হয় কিন্তু খুলনার কাঙ্খিত উন্নয়ন হয়না। নাগরিক নেতৃবৃন্দ খুলনার আইন শৃংখলা পরিস্থিতির উন্নয়ন খুলনার উপকুলীয় অঞ্চলের টেকসই উন্নয়নসহ খুলনাকে একটি পরিবেশ বান্ধব নগর হিসেবে গড়ে তোলার দাবি জানান।