ইসলামী আন্দোলন বাংলাদেশ, যশোরের কেশবপুর পৌর ও সদর ইউনিয়নের পুনাঙ্গ কমিটি ঘোষনা করা হয়েছে। পৌর কমিটির সভাপতি করা হয়েছে মাওলানা আব্দুল কাশেমকে।
এছাড়া আব্দুল মান্নানকে সাধারন সম্পাদক করে ২১ সদস্য বিশিষ্ট পৌর কমিটি ঘোষনা করা হয়েছে। অপরদিকে মাওলানা আনিছুর রহমানকে সভাপতি এবং জিএম মনিরুজ্জামানকে সাধারন সম্পাদক করে ইসলামী আন্দোলন বাংলাদেশ’র কেশবপুর উপজেলার ৬নং সদর ইউনিয়ন কমিটি করা হয়েছে।
এলক্ষে গত ১৬ আগষ্ট সন্ধায় স্থানীয় ইসলামী আন্দোলন বাংলাদেশ’র নিজস্ব কার্যালয়ে, কেশবপুর উপজেলার শাখার সভাপতি মাওলানা সিরাজুল ইসলামের সভাপতিত্বে এক্স। আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সর্বসম্মতিক্রমে পৌর ও সদর ইউনিয়ন কমিটি ঘোষনা করা হয়।