রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ গতকাল মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) ইরান সফরে গেছেন। সফরকালে তিনি ইরানের জ্যেষ্ঠ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করবেন বলে জানিয়েছে দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যম।
রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম জানিয়েছে, লাভরভের ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচির সঙ্গে বৈঠকের কথা রয়েছে। রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, “দুই পররাষ্ট্রমন্ত্রীর বৈঠকে রাশিয়া-ইরান দ্বিপাক্ষিক সম্পর্ক ছাড়াও আন্তর্জাতিক বিভিন্ন ইস্যু স্থান পাবে।”
লাভরভ ও আরাগচির আলোচনায় যেসব ইস্যু গুরুত্ব পাবে— সিরিয়া ও ইয়েমেন পরিস্থিতি এবং ২০১৫ সালের পারমাণবিক চুক্তি (জেসিপিওএ) পুনরুজ্জীবনের সম্ভাবনা। উল্লেখ্য, ২০১৮ সালে ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রকে চুক্তি থেকে প্রত্যাহার করেন এবং ইরানের ওপর কঠোর নিষেধাজ্ঞা আরোপ করেন। ট্রাম্প দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় ফিরে ইরানের বিরুদ্ধে ‘সর্বোচ্চ চাপ প্রয়োগের নীতি’ পুনর্বহাল করেছেন। রাশিয়া ও ইরানের ক্রমবর্ধমান সম্পর্ক পশ্চিমা বিশ্ব, বিশেষ করে যুক্তরাষ্ট্রের জন্য নতুন চ্যালেঞ্জ তৈরি করতে পারে।