দৈনিক খুলনা
The news is by your side.

ইউক্রেন যুদ্ধ অর্থহীন, দ্রুত শেষ করতে চান ট্রাম্প

70

ইউক্রেন যুদ্ধকে ‘অর্থহীন’ আখ্যা দিয়ে দ্রুত এ সংঘাতের অবসান চান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুক্রবার নিজের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ‘ট্রুথ সোশ্যালে’ দেওয়া এক বার্তায় তিনি রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে উদ্দেশ করে বলেন, “রাশিয়ার এগিয়ে যাওয়া দরকার। আমরা দ্রুত এই যুদ্ধ শেষ করতে চাই।”

ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ গতকাল সেন্ট পিটার্সবার্গে পুতিনের সঙ্গে প্রায় সাড়ে চার ঘণ্টাব্যাপী বৈঠক করেন। বৈঠকের বিষয়ে ক্রেমলিন জানায়, রাশিয়ার দখলে থাকা ইউক্রেনের অঞ্চলগুলো নিয়ে আলোচনা হয়েছে। তবে বিস্তারিত কিছু জানানো হয়নি।

রাশিয়া-ইউক্রেন যুদ্ধ দ্রুত শেষ করাই ট্রাম্পের অন্যতম নির্বাচনী অঙ্গীকার। জানুয়ারিতে ক্ষমতা নেওয়ার পর থেকেই তিনি শান্তিচুক্তির জন্য মস্কো ও কিয়েভকে চাপ দিয়ে আসছেন। যদিও এখনও পর্যন্ত বড় কোনো অগ্রগতি হয়নি।

এর আগে এনবিসি নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেছিলেন, “পুতিনের আচরণে আমি বিরক্ত।” একই বিষয়ে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও জানান, শান্তিচুক্তির জন্য ওয়াশিংটন ‘অন্তহীন দর-কষাকষি’ চালাবে না।

এদিকে, ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি দাবি করেছেন, যুদ্ধে চীনও সরাসরি জড়িত, এবং কয়েকশ চীনা সেনা রণক্ষেত্রে রুশ বাহিনীর সঙ্গে লড়াই করছে। তবে বেইজিং এই দাবি প্রত্যাখ্যান করেছে।

উল্লেখ্য, চলতি বছর ফেব্রুয়ারি থেকে শুরু করে পুতিন ও উইটকফ তিনবার বৈঠকে বসেছেন। যদিও এই আলোচনা থেকে এখন পর্যন্ত কোনো বড় কূটনৈতিক ফল আসেনি বলে জানায় ক্রেমলিন। উইটকফ ও পুতিনের মধ্যকার আলোচনায় ট্রাম্প-পুতিন বৈঠকের সম্ভাবনাও আলোচনা হতে পারে বলে ধারণা করা হলেও এ বিষয়ে এখনো কিছু জানায়নি কোনো পক্ষ।

Leave A Reply

Your email address will not be published.