দৈনিক খুলনা
The news is by your side.

আবারও তাইওয়ানের আকাশে চীনা সামরিক বিমান

59

ফের তাইওয়ানের আকাশে প্রবেশ করেছে চীনের সামরিক বিমান। এ ঘটনায় তীব্র উদ্বেগ প্রকাশ করেছে তাইওয়ানের জাতীয় প্রতিরক্ষা মন্ত্রণালয়। গত রোববার (১৬ ফেব্রুয়ারি) কানাডিয়ান যুদ্ধজাহাজ যখন তাইওয়ান প্রণালী দিয়ে চলছিল, তখন সেখানে ২৪টি চীনা সামরিক বিমানের উপস্থিতি শনাক্ত করা হয়।

বিবৃতিতে বলা হয়েছে, চীনের যুদ্ধবিমান এবং ড্রোন তাইওয়ানের আকাশসীমায় প্রবেশ করেছে। স্থানীয় সময় সন্ধ্যায়, চীনের সামরিক জাহাজগুলোসহ ‘যৌথ সামরিক’ টহল দিতে দেখা গেছে। তাইওয়ান নিজেদের স্বাধীন দ্বীপ মনে করলেও, চীন এটিকে তাদের মূল ভূখণ্ডের অবিচ্ছেদ্য অংশ বলে দাবি করে। প্রায়ই তাইওয়ানের আকাশে চীনা সামরিক বিমান প্রবেশ করে, যদিও তারা সরাসরি কোন সামরিক অভিযান পরিচালনা করেনি। তবে, এই অনুপ্রবেশ তাইওয়ানের জন্য এক বড় ধরনের নিরাপত্তা উদ্বেগ সৃষ্টি করেছে।

তাইওয়ানের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের তথ্যমতে, ৪৮ ঘণ্টার মধ্যে ৬২টি চীনা সামরিক বিমান আকাশসীমায় অনুপ্রবেশ করেছে। এর আগে, ডিসেম্বরে তাইওয়ানের চারপাশে ১৬টি চীনা যুদ্ধজাহাজ শনাক্ত করা হয় এবং বেইজিং তাইপেইয়ের ওপর সামরিক চাপ বাড়ানোর অভিযোগ ওঠে।

গত বছরের জুলাই মাসে চীনা সামরিক বিমান ৬৬টি ছিল এবং সেই সময় তাইওয়ানকে ঘিরে সামরিক মহড়া চালানো হয়। এর মধ্যে সবচেয়ে উদ্বেগজনক বিষয় হলো, এই সামরিক তৎপরতা দিনে দিনে বাড়ছে, যা দক্ষিণ-পূর্ব এশিয়ায় উত্তেজনা বাড়িয়ে দিয়েছে।

 

Leave A Reply

Your email address will not be published.