শ্লীলতাহানির অভিযোগে ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদ ও তুহিন সিদ্দিকী অমি সহ তিনজনের বিরুদ্ধে দায়ের করা মামলার বাদী চিত্রনায়িকা পরীমনি।
সোমবার (২৬ মে) সকালে ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৯ এ মামলার শুনানিতে অংশ নিতে আদালতে হাজির হন তিনি। এ সময় আদালত প্রাঙ্গণে উপস্থিত সাংবাদিকদের সঙ্গে এক সংক্ষিপ্ত আলাপে পরীমনি বলেন, “আপনার কেমন লাগছে ভাইয়া?” এরপর তিনি সাংবাদিকদের বৃষ্টি উপভোগ করতে বলেন। তার এই মন্তব্যের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে।
এর আগে, ২০২২ সালের ৮ জুন রাতে ঢাকার সাভারের বিরুলিয়া এলাকায় ঢাকা বোট ক্লাবে পরীমনি ও তার সহযোগীদের সঙ্গে ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদ ও তুহিন সিদ্দিকী অমির সঙ্গে ঘটে যাওয়া ঘটনার পর ১৪ জুন পরীমনি সাভার থানায় মামলা দায়ের করেন। তদন্ত শেষে ২০২১ সালের ৬ সেপ্টেম্বর আদালতে তিনজনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করা হয়। গত বছরের ১৮ মে আদালত তাদের বিরুদ্ধে অভিযোগ গঠনের মাধ্যমে বিচার শুরুর আদেশ দেন। বর্তমানে মামলাটি সাক্ষ্যগ্রহণ পর্যায়ে রয়েছে।