দৈনিক খুলনা
The news is by your side.

অস্তিত্বের লড়াই মনিরামপুর বিএনপি ঐক্যবদ্ধ

74

মনিরামপুর যশোর প্রতিনিধি:- এবার অস্তিত্বের লড়াই করছে মনিরামপুর বিএনপি সকল নেতা কর্মী ঐক্যবদ্ধ ভাবে।বিভিন্ন এলাকা ঘুরে জানা গেছে যশোর- ৮৯ মনিরামপুর -৫ আসন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ঘাঁটি। এই ঘাঁটির ধানের শীষকে মনিরামপুর বিএনপি আর কাউকে বর্গা দিতে চাইনা। তাই বর্তমানে মনিরামপুর বিএনপি যশোর-৫ আসনকে ধরে রাখার জন্য আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছে।

এই আসন থেকে একাধিক প্রার্থী ধানের শীষের মনোনয়ন দাবী করে শহর, মাঠ-ঘাট দাপিয়ে বেড়াচ্ছেন কিন্তু তাদের কথা দল যাকে মনোনয়ন দিবে সকলে মিলে ধানের শীষকে বিজয়ী করবে। মনিরামপুর থানা বিএনপির সভাপতি আলহাজ্ব এ্যাড শহিদ মোঃ ইকবল হোসেন বলেন মনিরামপুর থেকে দল আমাকেই মনোনয়ন দিবে বলে আশাকরি। এদিকে থানা বিএনপির সাধারন সম্পাদক মোঃ আছাদুজ্জামান মিন্টু, প্রয়াত বিএনপি নেতা মোঃ আবু মুছার ছেলে কামরুজ্জামান শাহীন, বিএনপি নেতা ইখতেখার হাসান অগ্নি ও ধানের শীষের মনোনয়ন পাওয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছেন। কথিত আছে বিগত চার দলীয় জোট আমল থেকে জোট মনিরামপুরের এ আসনকে জোটের প্রার্থী ঘোষনা করে থাকেন। খোঁজ নিয়ে দেখাযায় এ আসনে জোটের যে প্রার্থী আছে নির্বাচনী মাঠে তার কোনো সাড়া নাই ফলে বিএনপি বাদে এ আসনে জোটের প্রার্থী ঘোষোনা করলে ধানের শীষের অনেক ক্ষতি হবে বলে দাবি করেন মনিরামপুরের সুধীমহল সহ সাধারণ জনগণ।

Leave A Reply

Your email address will not be published.