দৈনিক খুলনা
The news is by your side.

অনলাইন জুয়া চক্রের হোতা মেহেরপুরের লিপুসহ দুই যুবক সাতক্ষীরায় গ্রেপ্তার

উদ্ধার ১৬ মোবাইল ও ৩ ল্যাপটপ

62

সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরায় অনলাইন জুয়া পরিচালনাকারী একটি চক্রের দুই সদস্যকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।

বৃহস্পতিবার (১০ অক্টোবর ২০২৫) রাত সাড়ে ১১টার দিকে সদর উপজেলার খড়িবিলা মোড় এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

শনিবার (১১ অক্টোবর) দুপুরে পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে জেলা পুলিশ সুপার মোহাম্মদ মনিরুল ইসলাম সাংবাদিকদের এ তথ্য জানান।

আটকরা হলেন— মুরশিদ আলম লিপু (২৯) ও মুছাঈদ আলম (৩০)। মুরশিদ আলম মেহেরপুর জেলার মুজিবনগর থানার শিবপুর গ্রামের জিনারুল ইসলামের ছেলে, আর মুছাঈদ আলম একই জেলার সদর থানার বামনপাড়া গ্রামের মাছুদুল আলমের ছেলে।

প্রেস ব্রিফিংয়ে পুলিশ সুপার জানান, গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা পুলিশ ও সদর থানার একটি দল শুক্রবার (১০ অক্টোবর) রাত আনুমানিক সাড়ে ১১টার দিকে শহরের বাইপাস সড়কের খড়িবিলা নামক এলাকায় অভিযান চালায়।
অভিযানের সময় একটি অটোরিকশা থামিয়ে তল্লাশি করে তাতে থাকা মুরশিদ আলম লিপু ও মুছাঈদ আলমকে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ১৬টি মোবাইল ফোন ও ৩টি ল্যাপটপ উদ্ধার করা হয়।

পরবর্তীতে জিজ্ঞাসাবাদে তারা জানায়, তারা দীর্ঘদিন ধরে অনলাইন জুয়ার সঙ্গে জড়িত এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষকে প্রলোভন দেখিয়ে অনলাইন জুয়া খেলায় উৎসাহী করে আসছিল। এছাড়া তারা অনলাইন জুয়ার প্ল্যাটফর্মও পরিচালনা করত বলে স্বীকার করেছে।

পুলিশ সুপার আরও জানান, আটক আসামিদের মধ্যে মুরশিদ আলম লিপুর নামে ডিজিটাল নিরাপত্তা আইন ২০১৮-এর অধীনে রাজধানীর পল্টন থানায় মামলা রয়েছে। এ ঘটনায় সাতক্ষীরা সদর থানায় নতুন করে মামলা দায়ের করে তাদের আদালতে পাঠানো হয়েছে।

Leave A Reply

Your email address will not be published.